Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Updation of education allowance information
Details

শিক্ষা ভাতার তথ্যাদি হালনাগাদকরণ

এই মর্মে সংশ্লিষ্ট সকল হিসাবরক্ষণ কার্যালয়ের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আইবাস++ সিস্টেমে যেসকল কর্মকর্তা-কর্মচারীগণের সন্তানের শিক্ষা ভাতার তথ্যাদি সঠিকভাবে এন্ট্রি ছিল না, তাঁদের ক্ষেত্রে চলতি মাস (জানুয়ারী/২০২৩ খ্রি.) হতে শিক্ষা ভাতার প্রাপ্যতা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গিয়েছে। 


এমতাবস্থায়, উক্ত কর্মকর্তা-কর্মচারীগণের সন্তানের শিক্ষা ভাতার তথ্যাদি (সন্তানের জন্ম নিবন্ধন সনদ ও স্পাউসের জাতীয় পরিচয় পত্র) আইবাস++ সিস্টেমে পরিপূর্ণভাবে হালনাগাদ (এন্ট্রি) করে শিক্ষা ভাতা পুনরায় বেতন ভাতার সাথে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।

  • শিক্ষাভাতা প্রাপ্তি প্রসংগেঃ

    শিক্ষাভাতা প্রাপ্তির ক্ষেত্রে সন্তানের তথ্যাদি মাষ্টারডাটায় এন্ট্রি করা প্রয়োজন। গেজেটেড কর্মকর্তাগণের প্রেরিত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট হিসারক্ষণ অফিস তথ্যাদি এন্ট্রি করবেন এবং নন-গেজেটেড কর্মচারিদের তথ্য সংশ্লিষ্ট ডিডিও এন্ট্রি করবেন।
Attachments
Publish Date
01/02/2024
Archieve Date
31/03/2024